মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

তুরস্কের হাতে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে সম্মতি নেই তালেবানের

মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তাতে সম্মনতি নেই তালেবানের।

তালেবান মুখপাত্র সুহেল শাহীন

বৃহস্পতিবার সংগঠনটির এক মুখপাত্র সুহেল শাহীন জানান, ২০২০ সালের স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্কের উচিত নিজেদের সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করা।

তিনি বলেন, গত ২০ বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্কের সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে।

তালেবান মুখপাত্র আরও বলেন, তুরস্ক একটি ইসলামি দেশ। আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তুরস্কের সঙ্গে। ভবিষ্যতে যখন আমরা নতুন ইসলামি সরকার গঠন করব তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ ও ভালো সম্পর্কের প্রত্যাশা করি।

সূত্র : রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img