শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩২৩ জন রোগী।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও কিছুটা কমে ৪২.৭০ ভাগে নেমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৯ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪ জন করোনায় আক্রান্ত।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩২৩ জন রোগীর মধ্যে ১৪৩ জন করোনা আক্রান্ত। অন্যদের করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় ১২ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৬৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৯৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img