শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পাকিস্তানের বিমানবাহিনী তালেবানকে সহায়তা করছে : আফগান ভাইস প্রেসিডেন্ট

পাকিস্তানের বিমানবাহিনী তালেবানকে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন আফগানের মার্কিনপন্থী সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

টুইটে আমরুল্লাহ বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনীর তরফে আফগান সেনা ও বিমানবাহিনীকে সরকারিভাবে হুমকি দিয়ে জানানো হয়েছে যে, স্পিন বলডাক এলাকা থেকে তালেবানকে উচ্ছেদের কোনও রকম চেষ্টা করা হলে তার পাল্টা জবাব দেওয়া হবে। কয়েকটি নির্দিষ্ট এলাকায় তালেবানকে আকাশপথে সমর্থন জোগাচ্ছে পাকিস্তানের এয়ার ফোর্স।’

আফগানিস্তানের ভাইস-প্রেসিডেন্টের এমন মন্তব্য নিয়ে পাকিস্তানের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আমরুল্লাহ সালেহ পাকিস্তানের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img