শনিবার, এপ্রিল ২০, ২০২৪

টিকা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা দেবে চীন

বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনে সহায়তা করার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। এ সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং চীনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই নেতৃত্ব দেন।

বৈঠকে টিকা উপহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা সরবরাহের জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. মোমেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও একমত হন তারা।

প্রসঙ্গত, ‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’-শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান যান ড. মোমেন। এই সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img