বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।অন্য দিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা্ম্মাদ আজিজুল হক জানান, মির্জাপুর গোড়াই ফ্লাইওভারের কাজের জন্য মাঝে মাঝে গাড়ির গতি কিছুটা কম থাকলেও শুক্রবার কোনো যানজট বা গাড়ির চাপ নেই। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। আবার কোথাও কোথায় গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img