শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১৮শ কেজি চাল আত্মসাত

মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফের চাল হতদরিদ্র ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করার কথা থাকলেও ৭ কেজি ১৫৫ গ্রাম করে দেওয়া হয়েছে। ফলে প্রতিজন থেকে ২ কেজি ৮৪৫ গ্রাম করে মোট ১৮শ কেজি চাল আত্মসাৎ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলার ভবেরচর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর, ভবেরচর ইউনিয়ন পরিষদের সচিব মোকারম হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার মামুন শিকদার, ১ নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড মেম্বার মমিনুর রহমান চৌধুরী, ৬নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সচিব মোকাররম হোসেন বলেন, এ রকম হওয়ার তো কথা না। সর্বোচ্চ ৯ কেজি সর্ব নিম্ন সাড়ে ৮ কেজি করে চাল দেওয়ার কথা; কিন্তু তার চেয়েও কম দেওয়া হচ্ছে এটা আমার জানা নেই।

সচিব মোকাররম হোসেন আরও বলেন, মামুন মেম্বার ৪ বস্তা চাল এখানে দিয়েছে আর ৮ বস্তা চাল বাড়িতে নিয়ে গেছে।

ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ লিটন বলেন, আমাকে ফাঁসানের জন্য মেম্বাররা গেম খেলতাছে। এভাবে ভিজিএফের চাল কম দেওয়ার কোনো যুক্তি নাই। আমি সচিবকে বলেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, আগামীকাল থেকে ডিজিটাল মাপার যন্ত্র দিয়েই ভিজিএফের চাল দেওয়া হবে। এখানে কম দেওয়ার কোনো সুযোগ নাই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img