বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

‘যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইউরোপ’

গত ৩০ বছরের আগের তুলনায় ইউরোপ এখন সর্বোচ্চ যুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিংনিউ রাউ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তৃতীয় দফায় কূটনৈতিক আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) ৫৭ জন সদস্যদের উদ্দেশ্যে রাশিয়ার নাম উল্লেখ না করে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া এবং মলদোভার সঙ্গে সরাসরি বা শীতলভাবে রাশিয়ার সঙ্গে সংঘাতে যুক্ত।

তিনি আরও বলেন, মনে হচ্ছে ওএসসিই এলাকায় গত ৩০ বছরের আগের যেকোনো সময়ের তুলনায় এখন যুদ্ধের ঝুঁকি অনেক বেশি। কয়েক সপ্তাহ ধরে আমরা পূর্ব ইউরোপে বড় সামরিক বৃদ্ধির সম্ভাবনার মুখোমুখি হয়েছি। আমাদের উচিত ইউক্রেন এবং এর আশেপাশে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের দিকে মনোনিবেশ করা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img