শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অসহায় মানুষকে ন্যায় বিচার পেতে সহায়তা করলে আল্লাহ সাহায্য করবেন: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দরিদ্র, অসহায় মানুষকে ন্যায় বিচার পেতে সহায়তা করলে আল্লাহ আমাকে সাহায্য করবেন। দেশের গরিব মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রচন্ডরকম ও কঠিনভাবে সৎ হতে হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বেঞ্চ ও বারের সঠিক সমন্বয়ে সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

প্রধান বিচারপতি আরও বলেন, জীবনে বহু উত্থান-পতন আসবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। নিমগ্ন সাধনার ভিতরে, সৎ ও পরোপকারী হতে হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু মনোবল হারালে চলবে না। কারও প্রতিভা ও যোগ্যতার অসম্মান করা ঠিক নয়।

এসময় উপস্থিত ছিলেন বিচারপতি আবু জাফর সিদ্দিকী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ, সুপ্রিম কোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবু বকর সিদ্দিকী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img