বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, আহত ৭২

ভারতের পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। আহত হয়েছে অন্তত ৭২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে ৭ জনের লাশ উদ্ধার হয়েছিল।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ জনে পৌঁছেছে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমোহনির কাছে রেললাইন থেকে উল্টে যায় গুয়াহাটিগামী বিকানির-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি কামরা। রাতে গুরুতর আহত সাতজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

দুর্ঘটনার সময় ট্রেনটিতে কমপক্ষে ১ হাজার ২০০ জন যাত্রী ছিলেন। আজ ভোর ৩ টা নাগাদ যাত্রীদের উদ্ধারের কাজ শেষ হয়। দুর্ঘটনার ভয়াবহতা দেখে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img