শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কুরআনের শিক্ষা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে: ড. খালিদ

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন,কুরআন এমন একটি কিতাব যার মাধ্যমে আরবের সেই জাহেলী জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়েই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন। এতো গুরুত্বপূর্ণ কিতাব আলকুরআনের শিক্ষা আজ অবহেলিত।আমাদেরকে কুরআন শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে হবে।এবং কুরআনের শিক্ষা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে।

শুক্রবার (০৩ডিসেম্বর) চট্টগ্রাম বাঁশখালী পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে দ্বিতীয় দিনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসাইন আরো বলেন, কুরআনের সম্পৃক্ততা মানুষকে সম্মানিত করে,আর কুরআনের সাথে যারা বেয়াদবি করে তারা ধ্বংস হয়ে যায়।

তিনি বলেন,মুসলমানদের প্রতিটা ঘরে কুরআনের তাফসীর থাকা জরুরি।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ মুসলমানের ঘরে কুরআনের তাফসীর নেই।কুরআনের গবেষণা নেই।অথচ প্রতিটা ঘরে কুরআনের তেলাওয়াত ও কুরআনের তাফসীর চর্চা করা একান্ত অপরিহার্য।

মাওলানা ক্বারি আইয়ুব এর সভাপতিত্বে ও আব্দুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত তাফসীর মাহফিলে আরো বয়ান করেন মাওলানা আজিজুল হক মাদানি, মাওলানা আবদুল বাতেন ঢাকা,মাওলানা সাঈদ আহমদ হাটহাজারী মাদরাসা ও ক্বারি আবদুল ওয়াজেদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img