মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেয়াদের মধ্যে প্রতি ৬ লাখে ১ জনের রক্ত জমাট বাঁধার সমস্যা

অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন নেয়াদের মধ্যে ২৫ জনের রক্ত জমাট বাঁধা সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে বৃটেন।

তবে এতে বড় কোনো ঝুঁকির কিছু নেই বলেও আশ্বস্ত করেছে বৃটিশ ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বৃটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

এতে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়ার পর ২০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এটি অত্যন্ত বিরল ঘটনা। সঙ্গে আরো পাঁচজনের শরীরে সামান্য রক্ত জমাট বেঁধেছে।

খবরে বলা হয়েছে, বৃটেনে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হয়েছে। এ হিসেবে প্রতি ৬ লাখ জনে একজনের মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

তাই এই ভ্যাকসিন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বৃটেন। রক্তে জমাট বাঁধার আশঙ্কায় ইউরোপের বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ সাময়িক স্থগিত করা হয়েছিল। পরে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আশ্বাসের পর পুনরায় ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।

সূত্র: ব্লুমবার্গ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img