বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

গাড়ি চোরচক্রের সদস্যের মুক্তির দাবিতে ছাত্রলীগের পোস্টার

গাড়ি চোরচক্রের সদস্য বহিষ্কৃত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলের মুক্তি চেয়ে পোষ্টার প্রকাশ করেছে উপজেলা ছাত্রলীগ।

পোষ্টার প্রকাশের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার শুরু হয়েছে।

এদিকে এ পোস্টারটি ছাত্রলীগের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি বলে দাবি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনু মোহাম্মদ সুমন।

জানা যায়, গাড়ি চোরচক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গত ১৬ মার্চ মাধবপুর থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এ ঘটনায় উজ্জ্বল গাড়ি চোরচক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দেয়।

আটকের পরদিন ১৭ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহি সাক্ষরিত এক পত্রে উজ্জ্বলকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি দেয়া হয়। একই অভিযোগে গত ১৮ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকও তাকে বহিষ্কার দেন।

গত বুধবার রাতে উজ্জ্বলের নিঃশর্ত মুক্তি চেয়ে মাধবপুর উপজেলাজুড়ে পোস্টার লাগানো হয়। পোষ্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি এবং মুজিব শতবর্ষের লগো ব্যবহার করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img