বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

গতকালের কাবুল বিমানবন্দরের বিস্ফোরণে ২৮ তালেবান সদস্য নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ২৮ তালেবান সদস্য নিহত হয়েছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক তালেবান নেতা এই তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ অস্বীকার করে ওই নেতা রয়টার্সকে বলেন, ‘আমরা মার্কিনিদের চেয়ে বেশি লোক হারিয়েছি।’

সাথে সাথে তিনি আফগানিস্তান থেকে বিদেশী সৈন্য প্রত্যাহারে ৩১ আগস্টের ডেডলাইন বাড়ানোর বিরোধিতা করে বলেন, সৈন্য প্রত্যাহারের ডেডলাইন আর বাড়ানোর কোনো কারণ নেই।

এর আগে বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পরপর দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ এক শ’ জনের বেশি নিহত হয়। অপরদিকে বোমা হামলার এই ঘটনায় এক শ’ ৫০ জনের বেশি লোক আহত হয়।

দায়েশ খোরাসান হামলার দায় স্বীকার করেছে।

সূত্র : আলজাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img