শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছি: ইমরান খান

| সোহেল আহম্মেদ


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কয়েক দশক ধরে চলমান ফিলিস্তিনী ইস্যুটির ন্যায়সঙ্গত নিষ্পত্তি না হওয়া পাকিস্তান কখনোই ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। যদিও আমরা ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে প্রচারিত স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় তিনি ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য যে দেশগুলো পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করছে তাদের নাম উল্লেখ করতে অস্বীকৃতি জানান।

ইমরান খান পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহর কথা উল্লেখ করেন যিনি ইসরাইলকে বারবার স্বীকৃতি জানাতে অস্বীকার করেছিলেন। এরপর ইমরান খান বলেন, জিন্নাহর পদাঙ্ক অনুসরণ করবে পাকিস্তান।

এসময় তিনি বার বার এটা পরিষ্কার করে দিয়েছেন যে, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার দ্বিতীয় চিন্তা কোন নেই।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img