বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অপ্রাপ্তবয়স্কদের অক্সফোর্ডের টিকা না দেওয়ার পরামর্শ হু’র

১৮ বছরের কম বয়স্কদের দেহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না দেওয়ার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। ৬৫ বছরের বেশি বয়স্কদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে প্রতিটি দেশের সিনিয়র নাগরিকদের সবার আগে ভ্যাকসিনেশনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে স্পেনের কাতালোনিয়ায় পুলিশ সদস্যদের দেহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এরপরই দমকল বাহিনী, ফার্মাসির কর্মচারী, হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানসহ জরুরি সহায়তাকারী দলের সদস্যদের টিকা দেওয়া হবে। পেরুতে ভ্যাকসিন প্রয়োগ চলছে স্বাস্থ্যকর্মীদের দেহে।

দেশটিতে চিকিৎসাসেবা সেবায় নিয়োজিতদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। চীনের তৈরি সিনোফার্মের করোনার ভ্যাকসিনের দ্বিতীয় চালান পৌঁছেছে সার্বিয়ায়।

গতমাসে চুক্তি অনুযায়ী প্রথম চালানটি পৌঁছালে দেশটির ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৫ লাখ মানুষের দেহে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img