শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পশ্চিমবঙ্গে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির রাজ্য সম্পাদক

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার(৮ অক্টোবর) বিধানসভায় তৃণমূ্লের মহাসচিব এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন তিনি।

এ সময়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সাবেক বিজেপি নেতা সব্যসাচী দত্ত বলেন, দীর্ঘদিন পৌরসভার পৌরপ্রতিনিধি, ভাইস চ্যান্সেলার, মেয়র, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত বিধায়ক, সবটাই মমতাদিকে সামনে রেখে পেয়েছি। দলে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেজন্য আবেগতাড়িত হয়ে অন্যদলে গিয়েছিলাম। আজকে মমতা দি আমাকে গ্রহণ করলেন। পার্থ দা, ববি দা (ফিরহাদ হাকিম) আমাকে গ্রহণ করলেন। আজ থেকে নতুনভাবে পথ চলা শুরু হল। দল যেভাবে বলবে সেভাবেই কাজ করব।

২০১৯ সালে বিধাননগরের সাবেক মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিয়েছিলেন। সম্প্রতি বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাঁর মতবিরোধ চলছিল। এবার বিজেপি ছেড়ে তিনি তাঁর পুরোনো দল তৃণমূলে ফিরে আসেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img