বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো: দেবব্রত পাল

বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব দেবব্রত পাল বলেছেন, ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো। বিশ্বাস করি প্রতিবেশি দু’দেশ একে অপরের আপন ভাইয়ের মতো। ভাইয়ে ভাইয়ে ছোটখাটো বিরোধ থাকতে পারে সেটা আবার কিছু সময় পরেই ঠিক হয়ে যায়। বিবাদমান যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ছিটমহলসহ নানা সমস্যার সমাধান হয়েছে, আগামীতে আরো হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৭টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব বলেন, ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হবে। বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তাতে সম্ভাবনার দার উন্মোচন হচ্ছে। এদেশের যে কোন সমস্যায় আমরা ছিলাম আগামীতেও থাকবো। আমরা একে অপরের প্রতি আস্থাশীল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার এই দেশে স্বাধীনতার যুদ্ধের সময়ে যারা বিরোধী ছিল আজও তারা সক্রিয় রয়েছে। তারাই আমাদের নিয়ে (ভারতকে) কথা বলার চেষ্টা করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img