শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আল আকসায় ইহুদীদের অনুপ্রবেশে ইসরাইলের আদালতের রায়ে ফিলিস্তিনীদের বিক্ষোভ

মুসলিমদের প্রথম ক্বিবলা আল আকসা বা বাইতুল মোকাদ্দাস মসজিদে ইহুদীদের ‘প্রার্থনার’ জন্য অনুপ্রবেশের অনুমতি সংক্রান্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত আদালতের রায়ের প্রতিবাদে ফিলিস্তিনীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৬ অক্টোবর) এ বিতর্কিত রায় দেয় ইহুদীদের অবৈধ দেশটির আদালত।

রায়ে ইসরাইলের তথাকথিত আদালত জেরুসালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেন, মসজিদটিতে ইহুদীদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না বলে দাবি করেন তিনি।

আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের করা মামলায় এ আদেশ দেয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত ওই আদালত।

এর আগে পবিত্র মসজিদ আল আক-আকসায় ইহুদি ওই ধর্ম যাজকে প্রবেশে বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদেই তিনি ইসরাইলের তথাকথিত আদালতের দারস্থ হন।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইবরাহীম ইশতাইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের মর্যাদাগত অবস্থান বহাল রাখতে আমেরিকার অঙ্গীকার পালনের জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আরব দেশগুলোকেও ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা মসজিদুল আকসায় ইসরাইলের নতুন পরিস্থিতি চাপিয়ে দেয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্কতা জানাচ্ছি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে মসজিদুল আকসার ওপর ইসরাইল নগ্ন আগ্রাসন চালিয়েছে এবং এর মাধ্যমে যুদ্ধের স্পষ্ট ঘোষণা দিয়েছে।

জেরুসালেমের মুফতি শেখ মুহাম্মদ হুসাইন এক বিবৃতিতে ইসরাইলের পদক্ষেপের ফলে সম্ভাব্য সহিংসতার শঙ্কা করেন।

তিনি বলেন, মসজিদুল আকসাকে দখলে নেয়ার আগ্রাসী সিদ্ধান্ত থেকে আরব ও মুসলিমদের কাছে আমরা জেরুসালেম ও মসজিদুল আকসাকে রক্ষার আবেদন করছি। সাথে সাথে আমরা কোনো প্রকার ধর্মীয় যুদ্ধ শুরু হওয়ার বিরুদ্ধে সতর্কতা জানাচ্ছি।

এত দিন আল-আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট নামক স্থানে ইহুদিরা প্রবেশের অনুমতি পেলেও ‘প্রার্থনা’ করতে পারত না।

১৯৪৮ সাল থেকে জেরুসালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করছে জর্ডান। ইসরাইলি আদালতের এই রায়ে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াকফ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img