শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তানে ‘শিয়া মসজিদে’ ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করল দায়েশ

আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শিয়া ধর্মাবলম্বীদের একটি ‘মসজিদে’ বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) কুন্দুজ প্রদেশের গোজার-ই-সৈয়দ আবাদ ‘মসজিদে জুম’আর নামাজের’ সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ভয়াবহ এ হত্যাকান্ডের দায় স্বীকার করেছে দায়েশ কেপি। এক বিবৃতিতে দায়েশ জানায়, আত্মঘাতী হামলাকারী মসজিদের জড়ো হওয়া মুসল্লিদের মধ্যে নিজেকে উড়িয়ে দেন।

কুন্দুজ প্রদেশের উপ পুলিশ প্রধান দোস্ত মোহাম্মদ ওবাইদা বলেন, সেখানে থাকা অধিকাংশই নিহত হয়েছে। এই হামলা একজন আত্মঘাতী বোমারু হামলাকারী হতে পারে, যিনি উপাসকদের মধ্যে মিশেছিলেন।

উপ পুলিশ প্রধান ওবায়দা বলেন, আমি আমাদের শিয়া ভাইদের আশ্বস্ত করছি যে তালেবান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।

বিস্ফোরণের সময় সেখানে অন্তত তিনশ’ মুসল্লি ছিল বলে ঘটনাস্থলে থাকা আফগান নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন।

এদিকে সেখানে শতাধিক মানুষ হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img