শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (৩৩) নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। পরে খুনী তার বাসা ও দোকানে থাকা টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে বলে জানা গেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হাম্মান্সক্রালে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জিরতলী গ্রামের গুণহাজী ব্যাপারি বাড়ির মৃত আমিন উল্যা দরবেশের ছেলে।

আট ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিলেন চতুর্থ। ৬ বছর আগে আফ্রিকায় ওই দেশের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাসানের বড় ভাই টিপু।

নিহতের চাচা কামাল উদ্দিন জানান, জীবিকার তাগিদে বড় ভাইয়ের মাধ্যমে ১৬ বছর আগে আফ্রিকায় যান মোহাম্মদ হাসান। বর্তমানে তার ছোট ভাই হেলালও দক্ষিণ আফ্রিকায় থাকেন। আফ্রিকায় যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। আগামী জুনে বাড়ি আসার কথা ছিল তার। পরিবারের পক্ষ থেকে তার বিয়েরও প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img