বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

‘মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম রুখে দেওয়া সম্ভব নয়’

বাংলাদেশ খেলাফত মজলিস-এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে এবং ধর্মীয় মাহফিলগুলোতে বাধা প্রদান করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে রুখে দেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তনে আয়োজিত দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, দেশে আজ হাজারো সমস্যা চলছে। দেশে আজ আইনের শাসন আর বাকস্বাধীনতা বলতে কিছুই নেই। বিরোধী দল ও মতের যৌক্তিক সমালোচনা সহ্য করার মত ক্ষমতাটুকু আজ সরকার ও সরকারী দলের কর্মীরা হারিয়ে ফেলেছে। এভাবে একটি দেশ চলতে পারেনা।

মাওলানা মামুনুল হক আরও বলেন, স্বাধীনতার ৪৯ বছরে এদেশের মানুষ অনেক তন্ত্রমন্ত্রের শাসন দেখেছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা মানুষ পায়নি। তাই দেশেরে মানুষ আজ সকল কিছু বাদ দিয়ে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। কিন্তু একটি মহল খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামকে সহ্য করতে পারছে না। এ জন্যই দেশের আলেম-ওলামা ও ইসলামী শক্তির বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার পায়তারা করছে। এমনকি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ধর্মীয় মাহফিলগুলোতেও বাধা দেওয়া হচ্ছে।

এ সময় তিনি দ্ব্যর্থহীন কন্ঠে বলেন, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে এবং ধর্মীয় মাহফিলগুলোতে বাধা প্রদান করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে রুখে দেওয়া সম্ভব নয়। প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন থেকে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী সভাপতি মাওলানা রুহুল আমীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ আবদুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা খোরশেদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img