শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আ.লীগ সরকার গায়ের জোরে ইতিহাস পাল্টে দিতে চায়: মোশাররফ

আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ইতিহাস পাল্টে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবসের এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মোশাররফ বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশ বিনির্মাণে যেসব ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বিএনপি ও আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সেসব ক্ষেত্রে সফল। এজন্যই আজকে এই গায়ের জোরের সরকার ইতিহাসকে পাল্টে দিতে চায়।

তিনি বলেন, ইতিহাসকে পাল্টে দিতে চায় কারণ তারা জানে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানলে সেখানে আওয়ামী লীগ লজ্জা ছাড়া কিছু পাবে না। আওয়ামী লীগের কোনো বক্তব্য থাকবে না। তাই তারা (আওয়ামী লীগ) জোর করে আজকে ইতিহাসের পাতা থেকে সত্যকে মিথ্যা দিয়ে, ন্যায়কে অন্যায় দিয়ে ঢেকে দিয়ে ইতিহাসকে বিকৃত করছে।

এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে ‘অবশ্যই বিএনপিকেই দায়িত্ব নিতে হবে’ উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস,আবদুল মঈন খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img