শনিবার, এপ্রিল ২০, ২০২৪

টিকা না নিলে চাকরি যেতে পারে সিঙ্গাপুরে

সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কর্মরত যেসব কর্মী এখনও টিকার কোনো ডোজ নেননি, তারা সবাই চাকরি খোয়ানোর ঝুঁকিতে আছেন। টিকাদানের আওতা বাড়াতে দেশটির সরকার সম্প্রতি যে নীতি নিয়েছে, তার ফলেই এই ঝুঁকি তৈরি হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য জানিছে।

সূত্রে জানা যায়, এতদিন সিঙ্গাপুরে যেসব কর্মী করোনা টেস্টে নেগেটিভ হিসেবে শনাক্ত হতেন, তাদেরকে টিকা নেওয়ার জন্য চাপ দেওয়া হতো না; কিন্তু শুক্রবার এই নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার।

করোনা প্রতিরোধে সিঙ্গাপুর সরকারের গঠিত উপদেষ্টা পর্ষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, যেসব কর্মী এখন পর্যন্ত করোনা টিকার কোনো ডোজ নেননি, তাদের কর্মস্থলে আসতে বাধা দেওয়া হবে এবং বাড়িতে থেকে কাজ করতে বলা হবে। অফিসের বাইরে থেকে যদি তারা কাজ করতে না পারেন, সেক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা হবে।

তবে স্বাস্থ্যগত কারণে যেসব কর্মী টিকা নিতে পারছেন না, তাদের ছাড় দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তেমনি অফিসের বাইরে থেকে যারা কাজ করতে পারবেন, তাদের কাজের মূল্যায়নের ক্ষেত্রেও টিকা নিয়েছেন না-কি নেননি; তা বিবেচনা করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img