বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিজেপি ভারতে প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে: মেহেবুবা মুফতী

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতী বলেছেন, বিজেপি দেশ ও রাজ্যগুলোতে প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করছে। এবং ভারতীয় সংবিধানেরও ক্ষতি করছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি এ কথা বলেন।

মেহেবুবা মুফতী বলেন, মধ্য প্রদেশে ‘অবৈধ’ বাড়ি ভেঙে ফেলা বিতর্কের বিষয় হয়ে উঠেছে কারণ বিরোধীরা শিবরাজ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ করছে। যে প্রতিহিংসা নিয়ে বিজেপি ভারতের সংবিধান ভাঙছে তা এখন সংখ্যালঘুদের ঘরে ঘরে পৌঁছেছে। বিজেপি নেতারা মুসলিমদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তা তাদের বাড়ি হোক বা জীবিকা এবং সম্মান হোক।

বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, কাশ্মীরি পণ্ডিতদের দেশান্তর করতে বাধ্য করা হয়েছিল। কাশ্মীরি মুসলিম হিসেবে আমাদেরকে নীরব দর্শক বলে অভিযুক্ত করা হয়। কিন্তু আজ বিজেপি ভারতের ধারণাকেই ধ্বংস করতে চাচ্ছে। এমতাবস্থায় দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অপরাধমূলক নীরবতা খুবই উদ্বেগজনক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img