বৃহস্পতিবার, মে ২, ২০২৪

প্রথমবারের মতো ইরান সফরে গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকী

সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রতিবেশী দেশ ইরান সফরে গেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।

শনিবার (৮ জানুয়ারি) তেহরানে সফরে যান তিনি।

ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের নিয়ে আলোচনা হবে। এছাড়া আফগানিস্তানের বিদ্যমান অর্থনৈতিক সংকট নিয়েও ইরানি কর্মকর্তাদের সঙ্গে মাওলানা আমীর খান মুত্তাকীর আলোচনার কথা রয়েছে।

এদিকে, টুইটারে দেওয়া এক পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, আফগানিস্তান ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ট্রানজিট ও শরণার্থী ইস্যুতে আলোচনায় এই সফরের লক্ষ্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img