শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা-এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪২টি মামলা করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ হাজার ১৬৯ পিস ইয়াবা, ৬১ গ্রাম ২৬০ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫৭৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ২০ পিস নেশা জাতীয় ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img