বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

দাওয়াতে তাবলীগের অগ্রযাত্রাকে কোন ষড়যন্ত্র দমিয়ে রাখতে পারবেন না: ড. খালিদ হোসাইন

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, কোন ধরনের ষড়যন্ত্র দাওয়াতে তাবলীগের এই অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবেন না। এই মেহনত কেয়ামত পর্যন্ত জারি থাকবে,ইনশা আল্লাহ।

শুক্রবার (০৭জানুয়ারি) উম্মুল মাদারিস খ্যাত দারুল উলুম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ডক্টর খালিদ হোসাইন বলেন, দাওয়াত হলো দীনের প্রাণ। তমসাচ্ছন্ন এ সমাজের এই পরিস্থিতি মোকাবেলায় আল্লাহর পথে মানবজাতিকে আহ্বানের বিকল্প নেই। দাওয়াতি কাজের মাধ্যমেই কেবল একটি সুষ্ঠু-সুন্দর ও আদর্শ সমাজ গঠন করা সম্ভব হতে পারে।

তিনি বলেন, নবী-রাসুলদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অবর্তমানে দাওয়াতের এই গুরুভার তার উম্মতের ওপরই অর্পিত হয়েছে। তাই এই মহান কাজে অবহেলা করা চলবে না, বরং তা পালন করতে হবে শতভাগ আন্তরিকতার সঙ্গে এবং যথাযথভাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img