শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রংপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মেডিকেল শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ!

রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগরীর পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায় হারা’র বিরুদ্ধে মেডিকেল শিক্ষার্থীকে রুমে আটকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওই কাউন্সিলরসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের নামে মামলা করেছেন।

এ ঘটনায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশসহ অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কাউন্সিলর হারাকে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা। তবে হারাধন মারপিটের অভিযোগ অস্বীকার করেছে।

রংপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর কুকরুলের বাসিন্দা রংপুর মেডিকেল কলেজের ৪৬ ব্যাচের ছাত্র চন্দন কুমার বর্মন তার বোনকে নিয়ে সোমবার দুপুরে ভোটার নিবন্ধনের কাজে রংপুর সিটি করপোরেশনে যান। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে কাউন্সিলর হারাধন রায় হারার কাছে প্রত্যয়ন চান তারা।

এ সময় কাউন্সিলর হারা রমেক ছাত্র চন্দন ও তার বোনকে রোহিঙ্গা, অন্য জেলায় অপরাধ করে রংপুর নগরীর বাসিন্দা হওয়ার অপচেষ্টা করছে বলে তাচ্ছিল্য করেন। সেই সাথে প্রত্যয়ন দিতে অস্বীকৃতি জানান।

কাউন্সিলের কথার প্রতিবাদ করলে ওই ছাত্রের সাথে কাউন্সিলের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর চন্দন ও তার বোন সিটি করপোরেশন থেকে বেরিয়ে আসতে ধরলে কাউন্সিলর হারা ও তার লোকজন চন্দনের কলার টেনে চড়-থাপ্পরসহ গালিগালাজ করে। এ সময় ভাইকে বাঁচাতে গেলে চন্দনের বোনের শ্লীলতাহানীর চেষ্টাসহ চন্দনকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে কাউন্সিলর ও তার লোকজন; এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

খবর পেয়ে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সিটি করপোরেশনের ছুটে গিয়ে চন্দন ও তার বোন উদ্ধার করে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসে। এরপর শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসহ মেডিকেল মোড় এলাকায় বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধ করে কাউন্সিলের হারাধনের শাস্তির দাবি জানান।

পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল রায়কে স্মারকলিপি দেয়। সেই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে কাউন্সিলরকে গ্রেফতার করা না হলে কলেজের শিক্ষকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেয় শিক্ষার্থীরা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী চন্দন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় কাউন্সিলর হারাধন হারাসহ অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেছে।

রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, তারা আমার কাছে নাগরিক সার্টেফিকেট নিতে আসছিল। মেয়েটির কথাবার্তা সন্দেহ হলে আমি তাকে প্রত্যয়নপত্র দেইনি। এ নিয়ে তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।

এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, রংপুর মেডিকেল কলেজের ছাত্র চন্দন রায় কাউন্সিলর হারাধনের নামসহ কয়েকজনকে অজ্ঞাত করে থানায় একটি এজাহার দিয়েছে। আমরা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img