শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মাওলানা আবদুল গফুরের ইন্তেকালে নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক

ইনসাফ | মাহবুবুল মান্নান


কক্সবাজারের বরেণ্য আলেমেদ্বীন,বর্ষীয়ান ইসলামী রাজনীতিবিদ, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর, কক্সবাজার হাশেমিয়া আলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত মুহাদ্দিস ও সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা হোছাইন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমসহ নেতৃবৃন্দ।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুল গফুর রহ. অত্যন্ত প্রাজ্ঞ, বিচক্ষণ, চৌকস আলেমেদ্বীন ছিলেন। যে কোন দ্বীনি সভা, সমাবেশে তার উপস্থিতি আয়োজনকে সমৃদ্ধ করতো। যেটি সত্য, ন্যায্য সেটি তিনি বলিষ্ঠভাবে নিঃস্বংকোচে উপস্থাপন করতেন। যেটি মিথ্যা, অন্যায়, বিভ্রান্তি সেটি তিনি সাহসিকতার সাথে প্রত্যাখ্যান করতেন। আমৃত্যু ঈমানী আন্দোলন-সংগ্রামের একজন অকুতোভয় সিপাহসালার ও ইসলামী শিক্ষার বিকাশধারার নিবেদিতপ্রাণ একজন বিদগ্ধ উস্তায হিসেবে তার অবদান চির-অম্লান হয়ে থাকবে। বর্ষীয়ান এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা দ্বীনি অঙ্গনের একজন বড় মুরুব্বী, ইসলামী শিক্ষাবিদ ও ঈমানদীপ্ত রাজনীতিবিদকে হারালাম।

আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img