মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

পাকিস্তানে আরেক দফা দাম বাড়ল পেট্রল-ডিজেল-কেরোসিনের

মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে আবারও দাম বাড়ল পেট্রল, ডিজেল ও কেরোসিনের। এর মধ্যে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি আরও ৩০ রুপি বেড়েছে। দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিলে মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে গত সপ্তাহ আগে জ্বালানি তেলের মূল্য ৩০ রুপি বাড়ানো হয়েছিল।

গতকালের ঘোষণা অনুযায়ী, নতুন বর্ধিত মূল্যে প্রতি লিটার পেট্রল মিলবে ২০৯ দশমিক ৮৬ রুপিতে। এক লিটার ডিজেল কিনতে গুনতে হবে ২০৪ দশমিক ১৫ রুপি। আর, লিটারপ্রতি কেরোসিনের দাম পড়বে ১৮১ দশমিক ৯৪ রুপি। তবে, কেরোসিনের দাম বেড়েছে ৩০ রুপির কম।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, ৩০ রুপি মূল্যবৃদ্ধির পরেও লিটারপ্রতি পেট্রলে এখনও নয় রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। এ ছাড়া জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক সরকার নিচ্ছে না বলেও জানান তিনি।

মিফতাহ ইসমাইল আরও জানান, সরকার প্রতিদিনই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কথা বলছে। তিনি স্বীকার করেন, সরকার আইএমএফ-এর সব শর্ত পূরণ করতে পারছে না। তবে, কিছু সুনির্দিষ্ট বিষয় সরকারকে মেনে নিতে হচ্ছে বলে জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img