শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নিয়তের বিশুদ্ধতার কারণে অনেক সাধারণ কাজ ইবাদত হিসেবে গণ্য হয়: মাওলানা আজহার মাদানী

প্রতিটি ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত জরুরি। নিয়তের বিশুদ্ধতার কারণে অনেক সাধারণ কাজ‌ও ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। যেমন খাওয়া-দাওয়া ও ঘুম প্রভৃতি স্বভাবসুলভ কাজ। যদি কোন ব্যক্তি এই স্বভাবসুলভ কাজগুলো এই নিয়তি করে যে এর মাধ্যমে শক্তি অর্জন করে আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করবো। তাহলে এই স্বভাবসুলভ কাজগুলো নিয়মের বিশুদ্ধতার কারণে ইবাদতে পরিণত হয়ে যাবে। ইমাম বুখারি (রহ.) এই কারণে তার ঐতিহাসিক বিশ্ববিখ্যাত গ্রন্থ বুখারি শরিফ নিয়তের বিশুদ্ধতার উপর বর্ণিত হাদিস দ্বারা শুরু করেছেন।

শুক্রবার (৩ জুন) রাজধানীর রামপুরা জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসার দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের বুখার শরিফের সবক উদ্বোধনী অনুষ্ঠানে শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ. এর নাতি ও ভারতের গাংগুহ মাদরাসার মুহতামিম আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আজহার মাদানী এসব কথা বলেন।

জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এর সভাপতিত্বে দু’আ মাহফিলে আরো বক্তব্য রাখেন ফিদায়ে মিল্লাতের খলিফা মুফতি আহসান হাবীব, মাওলানা গোলাম রব্বানী,শায়খুল হাদিস আল্লামা শেখ মুজিবুর রহমান, আলহাজ্ব আজহারুল ইসলাম, আলহাজ্ব রফিকুল হায়দার চৌধুরী, আলহাজ্ব এমদাদুল হক, মুফতি নাসির উদ্দিন ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আজহার মাদানী নতুনবাগ মাদরাসার জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করেন এবং নামাজ শেষে সকল ধর্মপ্রাণ মুসলমানের জন্য বিশেষ দোয়া করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img