শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৩ হাজার লিটার মদ জব্দ করে খালে ঢেলে দিল আফগান সরকার

মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। অভিযানে অংশ নিয়ে কাবুর সরকারের গোয়েন্দা এজেন্টদের একটি দল প্রায় তিন হাজার লিটার মদ জব্দ করে খালে ঢেলে দিয়েছে।

স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) আফগান গোয়েন্দা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির গোয়েন্দা মহাপরিচালকের (জিডিআই) কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যে, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করা মদ খালে ফেলে দিচ্ছেন সংস্থাটির সদস্যরা।

সংস্থাটির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, মুসলমানদের অবশ্যই অ্যালকোহল তৈরি ও বিতরণ থেকে বিরত থাকতে হবে।

ঠিক কোন সময়ে ওই অভিযান চালানো হয়েছে বা কখন এসব মদ ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে অভিযানের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের সময়েও দেশটিতে মদ নিষিদ্ধ ছিল। কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালেবান নিয়মিতভাবে মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img