শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নির্বাচিতদের বাদ দিয়ে নাজলা বৌদেনকে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বানালেন কায়েস সাইদ

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে এক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ার নাজলা বৌদেন রামদানেকে নিয়োগ দিয়েছেন। নাজলা এর আগে বিশ্ব ব্যাংকের সাথে কাজ করেছেন।

দেশটির প্রায় সব ক্ষমতা অবৈধভাবে কুক্ষিগত করার প্রায় দুই মাস পর নাজলাকে নিয়োগ দিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট।

গত সপ্তাহে ঘোষিত বিধানের অধীনে নাজলাকে দ্রুত একটি নতুন সরকার গঠনের কথা জানান প্রেসিডেন্ট কায়েস সাইদ।

এমন এক সময় তিউনিসিয়ার নেতৃত্ব দেবেন নাজলা যখন নানামুখী চাপের মধ্যে রয়েছে দেশটি। গত জুলাই মাসে আগের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন সাইদ। এ সময় পার্লামেন্ট স্থগিত করে দেশের প্রায় পুরো নির্বাহী ক্ষমতা নিজের হাতে তুলে নেন তিনি। এরপর থেকেই নতুন একটি সরকার গঠনের ব্যাপারে দেশের ভেতর ও বাইরে থেকে ব্যাপক চাপের মধ্যে ছিলেন সাইদ।

এদিকে প্রেসিডেন্ট কায়েস সাইদকে পার্লামেন্টের মাধ্যমে বরখাস্তের আহ্বান জানিয়েছেন মুভমেন্ট পার্টির মহাসচিব লামিয়া আল-খামারি।

তিনি বলেছেন, সংলাপের জন্য হাতের কাছে থাকা সব সুযোগ নষ্ট করেছেন এবং পার্লামেন্টের তাকে বরখাস্ত করার সময় এসেছে। আল-কুদস আল-আরাবিকে এ কথা বলেন মুভমেন্ট পার্টির মহাসচিব লামিয়া আল-খামারি।

তিনি আরো বলেন, কাইস সাইদ অভ্যুত্থান করার সময় যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তাতে তিনি ‘যুক্তি ও বিচারবুদ্ধির সব ধরনের সীমাই অতিক্রম করেছেন।’

২৫ জুলাই রাষ্ট্রপতি কাইস সাইদ সংবিধানের ৮০ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে বরখাস্ত করেন, সংসদের কাজ ৩০ দিনের জন্য স্থগিত করেন, মন্ত্রীদের অনাক্রম্যতা প্রত্যাহার করেন এবং একটি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নিজেকে নির্বাহী কর্তৃপক্ষের প্রধান হিসেবে নিয়োগ দেন।

সরকারের অর্থনীতি পরিচালনা এবং করোনাভাইরাস মোকাবিলার সমালোচনা করে তিউনিসিয়ার বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পরে এই পদক্ষেপ এসেছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছিল।

দেশের বেশিরভাগ রাজনৈতিক দল এই পদক্ষেপকে ‘সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান’ এবং ২০১১ সালের বিপ্লবের সাফল্যের পরিপন্থী বলে সমালোচনা করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img