বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে: দলিত নেতা জিগনেশ

ভারতের বিজেপিশাসিত গুজরাটের নির্দলীয় বিধায়ক ও দলিত নেতা জিগনেশ মেওয়ানি বলেছেন, দেশ ও সংবিধানকে বাঁচাতে আরএসএস-বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা প্রয়োজন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের বিধায়ক জিগনেশ মেওয়ানি গত মঙ্গলবার ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন।

এ সম্পর্কে তিনি বলেন, আমাদের আদর্শ এবং কংগ্রেসের আদর্শের মধ্যে অনেক মিল রয়েছে। কংগ্রেস একটি বড় মঞ্চ। আরো মানুষের সাথে কাজ করার জন্য আমার একটি বড় প্ল্যাটফর্ম দরকার।

জিগনেশ মেওয়ানি বলেন, একজন স্বতন্ত্র বিধায়ক শুধুমাত্র প্রথম ছয় মাসে যেকোনো দলের সদস্যপদ নিতে পারেন। তারপরে তার সদস্যপদ চলে যাবে। এ জন্য পদ্ধতিগত কারণে আমি বর্তমানে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করিনি কিন্তু দলের সাথে কাজ করব। নির্বাচনের সময় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবো।

কংগ্রেসে যুক্ত হওয়া জিগনেশ মেওয়ানি থেকে কংগ্রেস দল উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। কারণ, গুজরাটে কংগ্রেসের একজনও দলিত মুখ নেই। এমন পরিস্থিতিতে, জিগনেশ মেওয়ানি দলে আসার ফলে কংগ্রেস তাকে গুজরাটে একটি বড় দায়িত্ব অর্পণ করতে পারে।

জিগনেশ মেওয়ানি ইতোমধ্যেই দলিত নেতা হিসেবে পরিচিত। এমন পরিস্থিতিতে কংগ্রেসকে দলিতদের ভোট পেতে সাহায্য করতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img