শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সাবেক সরকারের প্রবাসী কর্মকর্তারা দিবাস্বপ্ন দেখছেন: আফগান সরকার

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের প্রবাসী কর্মকর্তারা দেশটিতে এখনো আগের শাসনব্যবস্থা বহাল রয়েছে বলে যে দাবি করছেন তাকে ‘দিবাস্বপ্ন’ বলে প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন
আফগান সরকার।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কাবুলে এক বক্তব্যে আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এর সহকারি বেলাল কারিমি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আফগানিস্তানের সাবেক সরকারের কর্মকর্তারা যে বিবৃতি প্রকাশ করেছেন তার বিন্দুমাত্র মূল্য নেই।

সম্প্রতি বিদেশে অবস্থানরত মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক সরকারের একদল কর্মকর্তা নতুন আফগান সরকারের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করেন।

তারা দাবি করেন, আফগানিস্তানে এখনো সাবেক শাসনব্যবস্থা চালু রয়েছে। এ কারণে বিবৃতিতে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img