শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অবকাঠামো উন্নয়নে আফগানিস্তানে বিনিয়োগ করতে চায় আরব আমিরাত

অবকাঠামো উন্নয়নে আফগানিস্তানে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (২৯ ডিসেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির তালেবানের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ এর সাথে এক বৈঠকে নিজ দেশের এ আগ্রহের কথা জানিয়েছেন আরব আমিরাতের নাগরিকত্ব, রাজস্ব ও বন্দর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলী মুহাম্মাদ বিন হামমাদ আল-শামসি। বৈঠকে আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ও মাওলানা আবদুস সালাম হানাফি এবং পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী অংশগ্রহণ করেন।

তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র মুহাম্মদ নাইম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আফগান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে আমিরাতের মন্ত্রী আলী মোহাম্মদ বিন হামমাদ আল-শামসি জানান, সংযুক্ত আরব আমিরাত হেলমন্দ ও কান্দাহার স্থল বন্দরে এবং আফগানিস্তানের রেলওয়ে ও সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আলী মোহাম্মদ বিন হামমাদ আল-শামসির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের এক প্রতিনিধি দল আফগানিস্তানে আসেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী এই প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img