বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ফিলিপাইনে ভয়াবহ টাইফুন; মৃতের সংখ্যা বেড়ে ৩৮৮

ফিলিপাইনে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আঘাত হানা সবচেয়ে ধ্বংসাত্মক টাইফুন “রাই”। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৮ জনে দাঁড়িয়েছে।

সোমাবার (২৭ ডিসেম্বর) ফিলিপাইন সরকার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

গত ১৬ এবং ১৭ ডিসেম্বর টাইফুন “রাই” ফিলিপাইনে আঘাত হানে। রাইয়ের আঘাতে দেশটির অনেক স্থানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মারাত্মক বন্যায় গৃহহীন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ।

ম্যানিলার সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৬০ জন এবং আহত হয়েছেন কয়েকশো মানুষ।

ম্যানিলার সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, দেশটির ৪৩০টি শহর ও শহরে ৪০ লাখেরও বেশি মানুষ টাইফুন সহায়তা পাচ্ছে। এতে প্রায় ৪ লাখ ৮২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ৩ লাখেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং আরও ২ লাখেরও বেশি মানুষ আত্মীয় বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img