বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

দিল্লিতে কৃষকদের হামলায় ৮৬ পুলিশ সদস্য আহত

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সংঘর্ষে ৮৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিল্লিতে আন্দোলনকারী কৃষকরা ট্র্যাক্টর নিয়ে মিছিল করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আন্দোলনকারী কৃষকরা ট্র্যাক্টর নিয়ে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা ট্র্যাক্টর নিয়ে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের গ্যাস নিক্ষেপের পর দুজন কৃষককে ট্র্যাক্টর নিয়ে পুলিশকে ধাওয়া করতে দেখা যায়। এসময় প্রাণের ভয়ে পুলিশ স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীরা ৩০০টি ব্যারিকেড ভেঙেছেন। ১৭টি সরকারি গাড়িতে আগুন ও আটটি বাসে ভাঙচুর করেছে। এ ঘটনায় পাণ্ডব নগর এবং সীমাপুরী এবং গাজীপুর থানায় মোট চারটি অভিযোগ হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img