বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে: আ. লীগ প্রার্থী রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। ফলে যেটিই আসুক না কেন; আমি মেনে নেব।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণকালে এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে কেন্দ্রের বাহিরে গিয়ে তিনি এসব কথা বলেন।

এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ১১৭ জন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারুন-উর রশীদ।

অন্যদিকে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুজনিত কারণে এ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট হচ্ছে না। তবে মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ হচ্ছে।

এদিকে প্রতিবার ভোটে সরকারি-বেসরকারি অফিস-আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও এবার তা করেনি নির্বাচন কমিশন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img