বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

২০২১ সালে সীমান্ত খুলছে না নিউজিল্যান্ড: জেসিন্ডা আর্ডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন জানিয়েছেন, চলতি বছরের বেশিরভাগ সময়ই তার দেশের সীমান্ত বন্ধ থাকবে। করোনা মহামারির কারণেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার এখনই সীমান্ত খুলবে না।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

জেসিন্ডা আর্ডার্ন বলেন, দুই মাসের বেশি সময় পর চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে নতুন করে করোনা সংক্রমণের ঘটনা এটাই প্রমাণ করেছে যে, দেশজুড়ে করোনার হুমকি এখনো আছে। সে কারণে এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। সরকার এখনই সীমান্ত খুলবে না।

গত বছরের মার্চ থেকেই সীমান্ত বন্ধ রেখেছে নিউজিল্যান্ড। বিশ্বের অনেক শক্তিশালী দেশও যখন করোনার সঙ্গে পেরে উঠছে না তখন নিউজিল্যান্ড প্রথম থেকেই করোনার বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশেষ করে সীমান্ত বন্ধ রাখা, সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরিধান করা, লকডাউন জারিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে শুরু থেকেই নিউজিল্যান্ডে সংক্রমণ ও মৃত্যু ছিল একেবারেই কম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img