বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

দায়েশ নেতা আবু ওমর খোরাসানি নিহত হয়েছে : আফগান সরকার

আফগানিস্তানে দায়েশের (আইএস) রিংলিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান সরকার।

তালেবান সরকারের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিন এ খবর জানিয়েছে।

আফগান সরকারের কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় কাবুলে বলেন, দায়েশের রিংলিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছে। তবে খোরাসানি কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানায়নি তালেবান।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। তারপর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে দায়েশের সন্ত্রাসী হামলা বেড়ে গিয়েছে। বিশেষ করে নানগারহার প্রদেশে গত কয়েকদিনে বেশ কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে দায়েশ।

এসব হামলায় অন্তত ২০ তালেবান সদস্যসহ অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

আফগান সরকার জানিয়েছে, আফগানিস্তানের জন্য দায়েশ এখন মারাত্মক কোনো হুমকি নয় বরং এই গোষ্ঠীকে শিগগিরই নির্মূল করা হবে।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img