শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কাবুলে মানবিক সহায়তার আহ্বান পাকিস্তান ও চীনের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিরল এক যৌথ আবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে আফগানিস্তানে তীব্র খাদ্য ও মেডিসিন সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্দশার কবলে পড়েছে দেশটির সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইমরান খান ও শি জিনপিং আফগানিস্তান ইস্যুতে কথা বলেছেন বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। এ সময় তারা বলেন, আফগানদের দুর্ভোগ লাঘব, স্থিতিশীলতা ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাতারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার একদিন পর দেশ দুইটি থেকে বিশ্ব নেতাদের প্রতি এমন আহ্বান জানানো হলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img