বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ফিলিস্তিন দখল করে ১৩শত বসতি নির্মাণে ইসরাইলের ঘোষণার কঠোর নিন্দা আরব লীগের

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল আরো ১৩০০ বসতি নির্মাণ করবে বলে যে ঘোষণা দিয়েছে কঠোর ভাষায় তার নিন্দা জানিয়েছে আরব লীগ।

সোমবার (২৫ অক্টোবর) ২২ জাতির এ সংস্থা এক বিবৃতিতে কঠোর নিন্দা জ্ঞাপন করেছে।

বিবৃতিতে আরব লীগ বলেছে, পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিকরণের অংশ হিসেবে ইসরাইল এসব বসতি নির্মাণ করছে। এর ফলে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে সংকট সমাধানের আশা ক্ষীণ হয়ে আসছে।

আরব লীগ আরো বলেছে, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুসারে অধিকৃত ফিলিস্তিনে যেকোনো বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট দেশগুলোকে এগিয়ে আসার জন্য আরব লীগ আহ্বান জানিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img