বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কৃষিমন্ত্রী ভাত কম খাওয়ার পরামর্শ দেননি: কৃষি মন্ত্রণালয়

বিবিসিসহ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে উদ্ধৃত করে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেটা অসত্য বলে আখ্যায়িত করেছে তার মন্ত্রণালয়।

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, কৃষিমন্ত্রী ‌‘ভাত খাওয়া কমাতে বলেছেন। ভাত খাওয়া কমালে দেশে চালের চাহিদা কমে যাবে’।

এরকম খবর প্রকাশের পর কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরকম কিছুই বলেননি কৃষিমন্ত্রী।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করে প্রচারিত ‘ভাত কম খান’ বা ‘ভাত কম খাওয়ার পরামর্শ’ বিষয়ক সংবাদের প্রতি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

প্রকৃতপক্ষে, ‘ভাত কম খান’ বা ‘ভাত কম খাওয়ার পরামর্শ’-এরকম কিছুই বলেননি কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোহ্ম্মদ আব্দুর রাজ্জাক।”

রবিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম এবং একটি দৈনিক পত্রিকা আয়োজিত কৃষিবিষয়ক এক অনুষ্ঠানে দেওয়া মন্ত্রীর বক্তব্যের পর এমন খবর প্রকাশিত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img