বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বৃহস্পতিবার সৌদি সফরে যাচ্ছেন এরদোগান

আগামী বৃহস্পতিবার সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলার পর এ‌ সফরের পরিকল্পনা করেছেন এরদোগান।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সৌদি আরব সফর করবেন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন।

২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। এ ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ আনে তুর্কি সরকার এবং এই ঘটনায় দু’দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি এই ইস্যুতে সৌদি আরব তুর্কি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।

তুরস্কের আদালত গত মাসে খাশোগি হত্যার মামলা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ২৬ আসামির অনুপস্থিতিতে এতদিন এ মামলা চললেও তুরস্কে মামলাটি সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: রয়টার্স।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img