বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সৌদি পতাকা থেকে তলোয়ার সরানোর প্রস্তাব

সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা তলোয়ারের চিত্র সরিয়ে ফেলার প্রস্তাব দিয়েছেন দেশটির জনপ্রিয় লেখক ফাহদ আমের আল-আহমদী। চিত্রটি সউদী আরবের বর্তমান নীতির সঙ্গে মেলে না বলেই তিনি বিশ্বাস করেন।

সম্প্রতি এক টুইটে সৌদি কর্তৃপক্ষকে এ পরামর্শ দেন তিনি।

ফাহদ আমের আল-আহমদী বলেন, আমি আমাদের সৌদির জাতীয় পতাকা থেকে তলোয়ার সরিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি।

এই লেখকের দাবি, প্রথমত, আজকের দিনে এবং বর্তমান যুগে এটি ভালো দেখায় না। দ্বিতীয়ত, আমাদের ধর্মেও এ ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই। তৃতীয়ত, এটিকে অপসারণ করা সক্রিয়ভাবে ধর্মের বিরুদ্ধে আমাদের সহিংসতা এবং হত্যার দাবিকে ভুল প্রমাণ করবে।

তিনি বলেন, সৌদি আরবের পতাকা ইতোমধ্যে ছয়বার পরিবর্তন করা হয়েছে। এর দুটি সংস্করণে তলোয়ারটির কোনও চিত্র ছিল না। এদিকে, পতাকা থেকে তলোয়ার সরানোর প্রস্তাব দেওয়ায়, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img