বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে শিক্ষকদের নির্দেশ

করোনা টিকা গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তবে যারা আইবাস ++ এ বেতন-ভাতা তোলেন তারাই এ রেজিস্ট্রেশন করতে পারবেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এ সংক্রান্ত আদেশ দিয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন উপপরিচালক মো. রুহুল আমিন (সাধারণ প্রশাসন)।

আদেশে বলা হয়, টিকা গ্রহণ সংক্রান্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে কোভিড-১৯ মোকাবেলায় টিকা গ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছে মাউশি। চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ।

এতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে এ বিভাগ ও এর আওতাধীন সকল অধিদপ্তর-দপ্তর-সংস্থায় কর্মরত যে সকল কর্মকর্তা-কর্মচারী ibas ++ থেকে বেতন ভাতা গ্রহণ করেন তাদেরকে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img