বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

করোনাকালে এই প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইমরান খানের ওমরা পালন

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার পর কোন দেশের প্রধান হিসেবে প্রথমবারের মতো পবিত্র ওমরা পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (২৩ অক্টোবর) তিন দিনের সফরে মদিনা শহরে পৌছেন তিনি।

এসময় ইমরান খান মদীনা মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজায় উপস্থিত হয়েছেন এবং মসজিদে নববীতে নফল নামাজ আদায় করেছেন।

জানা যায়, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আমন্ত্রণে পরিবেশসংক্রান্ত ‘মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ (এমজিআই) সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রিয়াদে পৌছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের উদ্যোগে এই প্রথম মধ্যপ্রাচ্যে এ ধরনের কোনো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান। এ ছাড়া পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করবেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img