শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ত্রিপুরায় মুসলিমবিরোধী সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ

ভারতের বিজেপিশাসিত ত্রিপুরায় মুসলিমবিরোধী সহিংসতা বন্ধ করতে মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। এ ব্যাপারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং পুলিশের মহাপরিচালক ভিএস যাদবের হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

গত শুক্রবার (২২ অক্টোবর) জমিয়তের পক্ষ থেকে একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কার্যালয়ে পাঠানো হয়। প্রতিনিধি দলটি গত তিন দিনে ত্রিপুরায় মুসলিমদের বিরুদ্ধে ও মসজিদে আক্রমণের বিষয়টি রাজ্য সরকারকে জানায়।

ত্রিপুরা জমিয়তের সভাপতি মুফতী তৈয়েবুর রহমান বলেন, ছয়/সাতটি এলাকায় মসজিদ, আবাসিক এলাকা, বিশেষ করে গোমতি, উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দাঙ্গাকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। দুর্বৃত্তদের একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মুসলিমরা তাদের বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে। জমিয়তে উলামায়ে হিন্দ আক্রমণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, অবিলম্বে অবাঞ্ছিত কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থাসহ পাঁচটি দাবি তুলে ধরেছে।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া উত্তর-পূর্বাঞ্চলের সভাপতি মুহাম্মাদ আরিফ খান ত্রিপুরার বিভিন্ন এলাকায় মসজিদ ও মুসলিমদের ঘরবাড়িতে হিন্দুত্ববাদীদের হামলার তীব্র নিন্দা করেছেন।

তিনি বলেন, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের মতো ডানপন্থী গোষ্ঠীগুলি উত্তর-পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যালঘুদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের নিপীড়নের জন্য কুখ্যাত।

জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতী আব্দুস সালাম বলেন, ময়নাগুড়িতে গতকাল রাত ৮টায় একটা মাদ্রাসায় অতর্কিতভাবে ৩০/৩৫ জন লোক যেয়ে সেখানকার শিক্ষকদেরকে মেরেছে, ছাত্রদেরকে মেরেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। যারা বাংলাদেশে নিয়ে কথা বলছে, তারা ইতোমধ্যে ত্রিপুরা নিয়ে কেন মুখ খুলছে না?

তিনি আরও বলেন, বাংলাদেশের ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এরকম ঘটনা ভারতবর্ষের মাটিতে বার বার ঘটে থাকে। সে সময়ে বিজেপি-আরএসএস কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করে না বরং সেই সমস্ত ঘটনাগুলোর পক্ষে তারা যথেষ্ট কাজ করে আমরা লক্ষ্য করেছি। আর যখন বাংলার মাটিতে, ত্রিপুরার মাটিতে এই ধরণের ঘটনা ঘটছে তারা সে বিষয়ে মুখ খুলতে রাজি নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img