বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশকে আরও ৭১ লাখ ডোজ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা

বাংলাদেশকে আরও ৭১ লাখ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা। অক্টোবর থেকে এ টিকা বাংলাদেশে আসা শুরু হবে।

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিনে উচ্চপর্যায়ের আলোচনায় যোগদান করেন।

সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার এ সফর সঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর মধ্যে বেশকিছু অনুষ্ঠান ও বৈঠকে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা।

শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img